কাকাবাবু সমগ্র
সুনীল গঙ্গোপাধ্যায়
জয় বাবা কূর্ম অবতার
সন্তু বাড়ি থেকে বেরিয়ে
০১. উঃ, কী শীত, কী শীত
০১. একটা মেয়ে ডাকছে
০১. এবারে প্রথম থেকেই নানারকম বাধা
০১. কাকাবাবু দারুণ চটে গেলেন
০১. কাকাবাবু বললেন, অসম্ভব
০১. কাকাবাবু বললেন, আঃ, কী আরাম
০১. কাকাবাবু হাসতে হাসতে বললেন
০১. খবরের কাগজটা
০১. খবরের কাগজটা ছুড়ে ফেলে দিয়ে
০১. গাড়ির দরজাটা বন্ধ হওয়ার পর
০১. জঙ্গলের মধ্যে এই জায়গাটা বেশ পরিষ্কার
০১. জাহাজে যেতে চাও, না এরোপ্লেনে
০১. জোজো ভুরু কুঁচকে বলল
০১. ঝিঁঝির ডাক
০১. টুক করে একটা শব্দ
০১. টেলিফোন বেজে উঠল ঝনঝন শব্দে
০১. দুপাশে ধুধু করা মাঠ
০১. দুপুরবেলা হঠাৎ কলেজ ছুটি হয়ে গেল
০১. বই পড়তে পড়তে
০১. বাড়ির পাশের গলিটায়
০১. বিকেলবেলা কাকাবাবু বাথরুমে
০১. ভোরবেলা হোটেলের সামনের বারান্দায়
০১. মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে
০১. লীদার নদীর তীরে
০১. সকাল থেকে সন্তু আর জোজো
০১. সকালবেলা কাকাবাবু দাঁতটাত মেজে
০১. সকালবেলা রেডিয়ো খোলা থাকে
০১. সদর দরজা খুলে দিয়ে সন্তু দেখল
০১. সন্তু তার কুকুরটাকে নিয়ে বাইরে বেরোতে যাচ্ছে
০১. সন্তুকে ছোট্ট একটা ধাক্কা
০১. সন্তুর ঘরখানা তার নিজস্ব পৃথিবী
০১. সাইকেল চালানো শেখা
০১. হঠাৎ আলো নিভে গেল
০১. হঠাৎ সন্ধে সাড়ে সাতটার সময়
০২. অংশুমান চৌধুরী খুব রোগা আর লম্বা
০২. অধ্যাপক ভার্গবের বাড়ি
০২. অমল আর মঞ্জু
০২. ইংরেজ বড়লাটের নামে শহর
০২. একটা ট্যাক্সি ডেকে হাওড়া স্টেশন
০২. কর্নেল সরকার এসে পৌঁছোলেন
০২. কাকাবাবুর চেয়ে সন্তুর বাবা মাত্র দুবছরের বড়
০২. কাম্পালা বিমানবন্দরটি উগান্ডা রাজ্যে
০২. কালিকটের প্লেন
০২. কোচবিহার শহরে প্লেনেও যাওয়া যায়
০২. গরমকালে সাঁতার
০২. জোজোর কথা পুরোপুরি অবিশ্বাস করা যায় না
০২. ট্রেনটা বাদামপাহাড় স্টেশনে পৌঁছোল
০২. ডাকবাংলোটা একটা টিলার ওপরে
০২. তেজপুর শহরের একটু বাইরে
০২. দাঁতটার কথা
০২. দিদির বন্ধু স্নিগ্ধাদির বর সিদ্ধাৰ্থদা
০২. দুজন ভদ্রলোকের সঙ্গে কথা
০২. পাছে ঠিক সময় ঘুম না ভাঙে
০২. পুরু এ বাড়িতেই থেকে গেছে
০২. বাড়িতে ছোট ছেলেমেয়ে নেই
০২. বড় দরজাটা দিয়ে ঢোকার পর
০২. মণিকরণে এক সময় গুরু নানক এসেছিলেন
০২. মধ্যপ্রদেশের নাম
০২. মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট
০২. রামা রাও
০২. রিহার্সালের জন্য বড় বৈঠকখানা
০২. সদ্য বরফ গলতে শুরু করেছে
০২. সিমলা শহরে একটা নতুন হাসপাতাল
০২. সেই বিশাল প্রাসাদ
০২. সেই যে সকালবেলা এসেছে দেবলীনা
০২. সোনার খোঁজে, না গন্ধকের খোঁজে?
০২. হালকা ঘি-রঙের হাওয়াই শার্ট
০২. হোটেলটির নাম রত্নমঞ্জুষা
০৩. অমলই পৌঁছে দিয়ে গেল এয়ারপোর্টে
০৩. আকাশ পুরনো হয় না
০৩. ঋষিকোণ্ডায় যে গেস্ট হাউজ
০৩. এক ঘন্টা সময় চলে গেল
০৩. একটুক্ষণ গাড়িটা চলার পর
০৩. ওপরের বারান্দা থেকে
০৩. কোচবিহার শহরটা ঘুরিয়ে দেখালেন
০৩. গুলির আওয়াজ
০৩. চাঁদের কণা
০৩. জাতীয় গ্রন্থাগারে কাকাবাবু
০৩. তিনটি স্থানীয় ছেলেমেয়ে
০৩. নরেন্দ্র ভার্মার শত অনুরোধ
০৩. নিউ জলপাইগুঁড়ি স্টেশনে ট্রেন পৌঁছল
০৩. পরদিন সকালে অনেকখানি জানা গেল
০৩. পরের খেলাগুলো
০৩. পাঁচমারি যে এতটা দূরে
০৩. পার্ট মুখস্থ হয়ে গেল
০৩. পুলিশের বড়কর্তার নাম সুলতান আলম
০৩. প্লেনটা আবার আকাশে উড়ল
০৩. প্লেনটা ঘুরে ঘুরে নামতে লাগল
০৩. প্লেনে চড়া সন্তুর পক্ষে নতুন কিছু নয়
০৩. বিকেলের দিকে বাতাস
০৩. বিল্টুদের পাশের বাড়ির দুটি মেয়ে
০৩. বিয়াস নদীর ওপর
০৩. ব্যাপারটা এতই তাড়াতাড়ি ঘটে গেল
০৩. ভোরবেলা জানলা দিয়ে আলো
০৩. রাত্তিরে খাওয়ার আগে
০৩. সংক্ষেপে বি-বা-দী বাগ
০৩. সকালবেলা প্রথম ঘুম ভাঙল সন্তুর
০৩. সকালে উঠে বাথরুমের আয়নার সামনে
০৩. সন্তু চোখ মেলে দেখল
০৩. সন্তু দারুণ রাগারাগি করতে লাগল
০৩. হোটেলের রিসেপশান থেকে ফোন
০৪. আগাগোড়া জঙ্গলের মধ্য দিয়ে পথ
০৪. আজ আর জিপ নয়
০৪. আমাদের মন টিকছিল না
০৪. ইতিহাসপ্ৰসিদ্ধ রাস্তায়
০৪. এখনও ভাল করে আলো ফোটেনি
০৪. কর্নেল সমর চৌধুরীর বাংলোটি প্রকাণ্ড
০৪. কর্নেল সমর চৌধুরীর বাংলোটি প্রকাণ্ড
০৪. কাছেই একটা ট্যাক্সি দাঁড়িয়ে ছিল
০৪. খাবারের তালিকা দেখে
০৪. ঘুম থেকে ওঠার পর
০৪. চোখ মেলার পর
০৪. চোখে দূরবিন লাগিয়ে
০৪. জয়ন্তী কাঁদতে শুরু করলেন
০৪. টুং করে দরজায় বেল বাজল
০৪. দরজা বন্ধ হয়ে যাবার পর
০৪. দিল্লি শহরে খুব গণ্ডগোল
০৪. দুপুরে আবার দারুণ খাওয়াদাওয়া
০৪. দেবলীনা বড় গেটটার গায়ে
০৪. পরীক্ষার হল থেকে বেরিয়ে
০৪. পুলিশের বুটের আওয়াজ
০৪. প্রত্যেকদিন কাকাবাবুই আগে জেগে ওঠেন
০৪. প্লেনটা বেশ ছোট
০৪. প্লেনের সিঁড়ি
০৪. বাংলোর সামনে অনেকখানি বাগান
০৪. বারাসত হাসপাতালের আশপাশে
০৪. বেতলার ফরেস্ট বাংলো
০৪. বড় রাস্তা ছেড়ে জঙ্গলে ঢোকার পর
০৪. মিহিমুখ নামে একটা জায়গা
০৪. মোট সাতখানা মোটা মোটা খাতা
০৪. রাত্তিরে খাওয়া-দাওয়ার পর
০৪. রাস্তা একেবারে অন্ধকার
০৪. লঞ্চ একটা নয়
০৪. সকালবেলা চায়ের পাট
০৪. সন্তু চোখ মেলে দেখল
০৫. অনেক ঘরই একেবারে ভেঙে গিয়েছে
০৫. অন্ধকার সিঁড়ি দিয়ে কেউ নামছে
০৫. অন্য বোটে জোজোকে নিয়ে এসে
০৫. অমূল্য নামে একটা ছেলে
০৫. আরাকু ভ্যালি
০৫. কলকাতার প্লেনের টিকিট
০৫. কাকাবাবু দেবলীনাকে ডেকে তুললেন
০৫. কাকাবাবুকে ইঞ্জেকশান দিয়ে ঘুম
০৫. কাকাবাবুর জ্ঞান ফিরলে
০৫. কড়া পুলিশ পাহারা
০৫. গভীর জঙ্গলের পথ
০৫. চব্বিশ ঘণ্টা কেটে গিয়েছে
০৫. জিপগাড়ির লোকদুটোকে দেখে
০৫. ঠাণ্ডার জন্য বারান্দায় বেশিক্ষণ থাকা যায় না
০৫. তীরের কাছে সমুদ্রের জল
০৫. দু চোখে আগুন, এক অশ্বারোহী
০৫. দুপুর থেকেই বরফ-বৃষ্টি
০৫. ধীরেনদা রিনাদি
০৫. পরের দিনের কাগজেও অনেকখানি লেখা বেরিয়েছে
০৫. বাংলোর দুখানা ঘরের মধ্যে
০৫. বাঘিনিটা সত্যিই বাঘিনি
০৫. বারান্দায় বসে শুরু হল গল্প
০৫. বেঁচে আছি না মরে গেছি
০৫. বেশ কয়েক মিনিট চুপ
০৫. মাসাইমারার রাত্তির
০৫. রাত্রে থেকে যাওয়াটা সার্থক
০৫. সকালের আলো
০৫. সন্তু আর জোজো কমলিকার সঙ্গে
০৫. সন্ধের পর সত্যিই গরম
০৫. সবারই ঘুম ভাঙল অনেক দেরিতে
০৫. সারারাত ধরে খোঁজাখুঁজি
০৫. সুকোমলের বাবা নিখিল মাহাতো
০৫. সেই জমকালোভাবে সাজানো ঘরটি
০৬. এক ঘন্টা বাদেই ফিরে এলেন কাকাবাবু
০৬. একটা ইজি-চেয়ারে শুয়ে
০৬. এরকম আগে কখনও হয়নি
০৬. এরপর তিনদিন কেটে গিয়েছে
০৬. এয়ারপোর্টে সিদ্ধার্থ, স্নিগ্ধা, রিনি
০৬. করমণ্ডল এক্সপ্রেস
০৬. কলকাতায় ফেরার পথে
০৬. কাকাবাবু অনেকক্ষণ ধরে বিছানায়
০৬. কাকাবাবু একবার চোখ মেলেই
০৬. গাড়িটা ছাড়ল সন্ধে সাড়ে ছটায়
০৬. ছাদের উপর সেই শব্দ
০৬. ছুটির ঘন্টা বেজে গেল
০৬. জোজো দোতলায় উঠে এসে দেখল
০৬. ট্যাক্সি থেকে নেমে
০৬. দুপুর ঠিক একটার সময়
০৬. পাওয়া গেল গঙ্গা
০৬. বিকেল থেকেই দারুণ মেঘ
০৬. বিয়েবাড়ির উৎসবের মধ্যে
০৬. বৃষ্টি থেমেছে
০৬. মাথায় বেশ যন্ত্রণা হচ্ছে
০৬. মূর্তি রহস্য
০৬. মোহন সিং কাকাবাবুকে নিয়ে গেল
০৬. রঙ্গতে পৌঁছনো গেল
০৬. রাত্তিরবেলা ঘরে যে-কোনও শব্দ
০৬. রাত্তিরে কেউ ঘুমোবে না
০৬. সকালটা বেশ সুন্দর
০৬. সকালবেলা চা খেতে-খেতে
০৬. সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে
০৬. সন্তু এখন ঠিক কী করবে
০৬. সন্ধে হয়ে গেছে
০৬. সম্ভকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া
০৬. সম্ভকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া
০৬. সিঁড়ি দিয়ে নামতে হল নীচে
০৭. অসম্ভব বা অলৌকিক
০৭. এর পর পাঁচদিন কেটে গেল
০৭. এলগিন রোডে
০৭. কাকাবাবু আর জোজো মুখোমুখি
০৭. কাকাবাবু ইজিপ্টে
০৭. খানিক পরে এসে পৌঁছোলেন কর্নেল
০৭. গণ্ডারটা দাঁড়িয়ে আছে
০৭. গভীর রাত্রে জিপগাড়িটা চলল
০৭. গর্তে পড়ে যাওয়ার পর
০৭. গাড়ি ছুটছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে
০৭. জিপগাড়িতে ওঠার পর
০৭. জোজো আরাম করে বিছানায় শুয়ে
০৭. জোজোর জ্ঞান ফিরল
০৭. জোজোর বুকটা ধকধক করছে
০৭. ডলি নামের মেয়েটি
০৭. ডালটনগঞ্জের সার্কিট হাউস
০৭. দেবলীনা চোখ খুলল
০৭. দ্বিতীয়বার গাড়ির আওয়াজ
০৭. পদ্মনাভন ফিরে গেলেন তাঁর অফিসে
০৭. পোর্ট ব্লেয়ার পৌঁছতে-পৌঁছতে
০৭. বরফের মধ্যে
০৭. বিকেল গড়িয়ে প্রায় সন্ধে
০৭. বিজনবাড়ি থানায়
০৭. বিপদের পর বিপদ
০৭. বুকের মাঝখানে আর ঘাড়ের কাছে
০৭. ভোরবেলা ঘুম ভাঙতেই
০৭. রাত সাড়ে এগারোটার সময়
০৭. রিঙ্কুকে আবার ফিরিয়ে আনা হয়েছে
০৭. সন্তু আর কাকাবাবু গেলেন সমুদ্রের ধারে
০৭. সন্তুর জ্ঞান ফিরল না
০৭. সারাদিনে আর কোনও খাবার দিল না
০৭. সুশীল গোপ্পীর একটা চায়ের দোকান
০৮. এই বোটটা বেশ বড় আর সুসজ্জিত
০৮. এয়ারপোর্টে
০৮. কাকাবাবু বসে আছেন রাজবাড়ির সামনে
০৮. কাকাবাবু বুঝতে পারলেন
০৮. কাকাবাবুর ঘরে দুজন ফরসা বিদেশি
০৮. কাকাবাবুর জ্ঞান ফিরলে
০৮. কাঠমাণ্ডু শহর একেবারে নিঝুম
০৮. কে যেন ঠেলছে
০৮. খাজুরাহো মন্দির দেখতে যাওয়ার পথে
০৮. জঙ্গলের মধ্যে একটা বাড়ি
০৮. ডাকাতের বউ আর ছেলেমেয়ে
০৮. তেজপুর থেকে শিলচরে
০৮. ত্রিশূলটা সন্তুর হাতে
০৮. দুপুরবেলা বেশ জোর বৃষ্টি
০৮. দুপুরবেলা বেশ জোর বৃষ্টি
০৮. দুপুরের মধ্যেই ভিসা আর টিকিট
০৮. পুলিশ মহলে হুড়োহুড়ি পড়ে গেছে
০৮. বিদেশি বারোজনের মধ্যে চারজন আহত
০৮. বিমান বলল, আরে সন্তু…
০৮. ভাইজাগে ট্রেনটা পৌঁছল
০৮. মাঝরাতে ঝড়বৃষ্টি শুরু হল
০৮. মাসাইদের পুরো গ্রাম
০৮. মিংমা
০৮. মূর্তি আর বাক্সগুলো
০৮. সকালবেলার খাবারও বেশ লোভনীয়
০৮. সন্তু আলো জ্বেলেই দৌড়ে গেল বাথরুমের দিকে
০৮. সন্তু ঘরের দরজা খুলে
০৮. সন্তু জলে লাফিয়ে পড়ার পর
০৮. সন্তুর নাম শুনে
০৮. সন্ধের পরই নৌকো চলাচল প্রায় বন্ধ
০৮. সরু রাস্তা দিয়ে
০৮. হাসপাতালে সন্তুর কেবিনে
০৯. অ্যাডভেঞ্চারে যাবে বলেছিলে
০৯. আকাশে আজ ফুটফুট করছে জ্যোৎস্না
০৯. আকাশের অন্ধকার কাটিয়ে চাঁদ উঠল
০৯. আবার বসা হল বৈঠকখানায়
০৯. এক কাপ চা
০৯. কাকাবাবু ভাল করে চোখ চাইতে পারছেন না
০৯. কিরণচন্দ্র ভঞ্জদের জ্বর
০৯. গভীর জঙ্গলে বড় ঝিলটার কাছে
০৯. গোপালপুরে উল্কা পড়ল একখানা
০৯. চালাঘরটায় ফিরে এসে
০৯. তোমাকে আমি ছাড়বো না
০৯. দাশগুপ্তর মনটা ভাল নেই
০৯. দুপুরবেলা খেতে দেওয়া হল
০৯. দুপুরে বেশ গরম ছিল
০৯. দ্বীপটার দিকে তাকালে
০৯. যাত্রা শুরু
০৯. লাল রঙের বেনারসি
০৯. সন্তু আর জোজো বাড়িতে খবর দিয়ে
০৯. সন্তু কিছু বুঝবার আগেই
০৯. সন্তু বাড়ি ফিরে আসার দুদিন পর
০৯. সন্তুর ধারণা হল
০৯. সন্তুর মাথায় একটা ব্যাণ্ডেজ বাঁধা
০৯. স্টেশন থেকে বেরোবার সময়
১০. আলখাল্লা পরা লোকটি
১০. কাকাবাবু জঙ্গলের রাস্তাও চেনেন না
১০. গুণদা তালুকদার
১০. গুরুদেবের আশ্রমের দরজা
১০. ছিপ দিয়ে মাছধরার খুব শখ
১০. জোজো আর সন্তু বসে ছিল
১০. জোরে আওয়াজ
১০. প্লেনটা দেড় ঘণ্টা লেট
১০. বড়ঠাকুরের গাড়ি খারাপ
১০. লুতফরকে ধরে রেখে
১০. সকাল নটাতেই পুলিশ এসে হাজির
১০. সাধারণ শহরের ছেলেদের মতন নয়
১০. স্নান করে, খাওয়াদাওয়া সেরে
১০. হঠাৎ সব কেন চুপচাপ
১০. হোক ভয়ংকর, তবু সুন্দর
১১. একটা গাছের তলায় শুয়ে ছিলেন
১১. এর পর তিনদিন কেটে গেছে
১১. কাকাবাবুর হাত বাঁধা
১১. ক্রাচ দুটো কুড়িয়ে নিয়ে
১১. দিনের বেলা এখানে একটু একটু গরম
১১. প্রায় আধঘণ্টা বাদে নিরাশ হয়ে
১১. বরফের ঝড়
১১. স্টেশন ওয়াগানটা কোণ্ডাগাঁওতে
১২. আবিদ খান দেখা করতে এলেন
১২. একটা গাড়ির আওয়াজে
১২. গাড়ি চালাচ্ছে সিদ্ধার্থ
১২. গাড়িটার কাচ কালো রঙের
১২. মরা মানুষ
১২. মুম্বইয়ে অমলের ফ্ল্যাটে
১২. যদি যাও বঙ্গে
১৩. ইতালি থেকে একটা চিঠি এসেছে
১৩. কবুতরডাঙায় সপ্তাহে দুদিন হাট হয়
১৩. কাকাবাবু হাঁটতে পারেন না
১৩. নীল কোট
১৩. সন্তুর প্রথমে মনে হল
১৪. এখানে তিনদিন কেটে গেল
১৪. কাকাবাবু বজ্রমুষ্টিতে গলা চেপে ধরায়
১৪. কাকাবাবু বসে আছেন একটা জেলখানার মধ্যে
১৪. গাড়িটা একটু আগেই থেমে গেল
১৪. ভার্মার মুখ
১৫. কাকাবাবু শুরু করলেন আর-একটা গান
১৫. কালবৈশাখীর ঝড় বইছে
১৫. গাড়ি থেকে স্যান্ডউইচ-এর প্যাকেট
১৫. জ্ঞান ফেরার পর
১৫. মহা-ডাক্তার তো মহা অবাক
১৬. এসে গেল সন্তু আর জোজো
১৬. খুব দ্রুত চিন্তা
১৬. ভোরবেলাতে আবার যাত্রা শুরু হল
১৬. সমস্ত জায়গাটা একেবারে নিস্তব্ধ
১৭. একটা গাড়ি এসে থামল
১৭. কাকাবাবু নামলেন মাটির নীচে
১৭. কাছেই একটা ছোট ঝরনা
১৭. সারা রাত না ঘুমিয়ে
১৮. চায়ে চুমুক দিয়ে
১৮. পাহাড়ের গায়ে ছোট একটা জলাশয়
১৮. রিভলভার
১৯. অংশুমান চৌধুরী কাকাবাবুর হাত দুটো ধরে
১৯. রাজকুমার বজ্রমুষ্টিতে সন্তুর ঘাড় চেপে ধরে
১৯. সত্যিকারের ভয়
২০. গলা ফাটিয়ে চিৎকার
২০. ঘরের মধ্যে ঢুকে রাজকুমার
২১. তিনটি ঘুষি
২১. দরজার কাছে দাঁড়িয়ে আছে মেজর
২২. অন্ধকার সমুদ্রে
২২. সামনে একটা টানা বারান্দা
২৩. আলো জ্বলে উঠতেই
২৩. পুলিশরা যে লোকটিকে ধরে নিয়ে এসেছে
২৪. ঘোড়ার পায়ের আওয়াজ
২৪. সুড়ঙ্গটা এঁকেবেঁকে
২৫. কাকাবাবু একা একাই দুপুরের খাওয়া শেষ করলেন
২৫. গম্বুজের জানলা
২৬. রাজকুমারকে ঘিরে দাঁড়িয়ে আছে ছ সাত জন লোক
২৭. ইস্কুল না, কলেজ